ঢাকা, ৮ মার্চ : শাকিব আল হাসানের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন। শাকিব জানিয়েছেন, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কারণেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিতে চান। সেই কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন না তিনি। শাকিব এই কথা জানানেই বিসিবি প্রধানের রোষের মুখে পড়লেন।
আরও পড়ুন-মুর্শিদাবাদ ঐতিহ্য উৎসব ১১ মার্চ থেকে
বিসিবি প্রেসিডেন্ট নাজমুল প্রশ্ন তুলেছেন, আইপিএল নিলামে নিজের নাম নথিভুক্ত করাতে পারলে দেশের হয়ে কেন খেলবেন না শাকিব? তাঁর কথায়, ‘‘শাকিবের যদি শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভাল না হয়, তা হলে আইপিএল নিলামে কেন নাম নথিভুক্ত করিয়েছিল, সেটা নিয়ে ভাবা উচিত। যদি ও আইপিএলে দল পেত, তা হলে কি একই কথা বলত?’’
ক্ষোভের সঙ্গে নাজমুল আরও বলেন, ‘‘শাকিব নিজে বলতে পারে না, এই ম্যাচ খেলব, ওই ম্যাচ খেলব না। আমরা যাদের ভালবাসি, তাদের প্রতি সব সময় নরম মনোভাব দেখাই। কিন্তু তাদেরও পেশাদার মানসিকতা দেখাতে হবে। না হলে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে, যেটা কারও পছন্দ নাও হতে পারে।’’