প্রতিবেদন : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা পড়ল রাজ্য বিধানসভায়। মঙ্গলবার তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস। রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা-সহ তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়ক মিলিত ভাবে এই অভিযোগ এনেছেন। মঙ্গলবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এই নোটিশ জমা দেন তাঁরা। সোমবার শুরু হয় রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। সেদিন প্রথামাফিক রাজ্যপালের ভাষণের আগেই সভাজুড়ে গোলমাল শুরু করে দেন বিজেপি বিধায়করা।
আরও পড়ুন-পিঙ্ক টেস্টের প্রস্তুতি শুরু বিরাটের
নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা। তাঁদের গোলমালের কারণে রাজ্যপাল ভাষণই শুরু করতে পারছিলেন না। এই সময় তৃণমূল কংগ্রেসের মহিলা বিধায়করা রাজ্যপালকে বারবার হাতজোড় করে ভাষণ শুরু করার অনুরোধ জানাতে থাকেন। তখন বিজেপি বেঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের মহিলা বিধায়কদের উদ্দেশ্য করে কটূক্তি উড়ে আসতে থাকে। অভিযোগ, এই সময় মহিলা বিধায়কদের সঙ্গে অভব্য আচরণও করা হয়। পুরো ঘটনার নেপথ্যে উসকানি দেন বিরোধী দলনেতা। এভাবে বিধানসভার গৌরব কালিমালিপ্ত করে বিজেপি।
এই অভিযোগেই এবার বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনল তৃণমূল কংগ্রেস। এ প্রসঙ্গে মঙ্গলবার দলের সভায় বিধানসভার ঘটনা নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বারবার তৃণমূল কংগ্রেসের মহিলা বিধায়কদের অকুণ্ঠ প্রশংসা করেন। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও রাজ্যপালের ভূমিকার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, অনেক রাজ্যপাল দেখেছি, কিন্তু বর্তমান রাজ্যপাল যা করছেন অতীতে এমন কোনও নজির নেই।