সংবাদদাতা, ব্যারাকপুর : ইছাপুর (Ichapur) নতুন পাড়া কামাখ্যা মন্দির এলাকায় রবিবার খুন হন ৭০-ঊর্ধ্ব বৃদ্ধা সিক্তা চট্টোপাধ্যায়। ওই ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত ইছাপুর লেলিননগরের বাসিন্দা অঞ্জন চৌধুরিকে গ্রেফতার করল নোয়াপাড়া থানার পুলিশ। জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করে জানিয়েছে তার একটি পা দুর্ঘটনার কারণে বাদ গিয়েছিল। একটি কৃত্রিম পা লাগানোর জন্য টাকা চেয়েছিল। সেই টাকা দেবেন বলে বৃদ্ধা কথা দিয়েছিলেন। কিন্তু রবিবার সে বাড়িতে গেলে বৃদ্ধা টাকা দিতে অস্বীকার করেন। সেই সময়ে ঠান্ডা মাথায় প্রথমে শ্বাসরোধ করে এবং পরে গলা কেটে খুন করে। খুনের ঘটনার আগে বৃদ্ধা চা করে খাওয়ান অঞ্জনকে। বুধবার ধৃতকে বারাকপুর আদালতে তোলা হয়। ইছাপুর (Ichapur) নতুন পাড়া এলাকার বৃদ্ধা খুনের ঘটনার তদন্তে ঘটনাস্থলে আসে ফরেনসিক দল। তারা বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে।
আরও পড়ুন-আদালতের নির্দেশ অমান্য কর্তৃপক্ষের, বিশ্বভারতীতে অচলাবস্থা