সপ্তাহের শুরুতেই কয়েক দফায় রাজ্যে ভ্যাকসিন এসেছে । কিন্তু ভ্যাকসিন নিয়ে যাতে নতুন করে কোনও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরী না হয় তার জন্য কলকাতা পুরসভা নয়া নিয়ম চালু করল । সোমবার থেকে এই নিয়ম লাগু হবে । এবার থেকে সপ্তাহে প্রথম ডোজ কবে পাওয়া যাবে আর দ্বিতীয় ডোজ কবে পাওয়া যাবে, সেই দিন বেঁধে দেওয়া হল।
আরও পড়ুন- কন্যাশ্রীর টাকা দিয়ে মাস্ক কিনে গ্রামবাসীকে বিলি
নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার দেওয়া হবে ভ্যাকসিনের প্রথম ডোজ। আর সোম, বুধ, শুক্রে দেওয়া হবে দ্বিতীয় ডোজ। শুক্রবার কলকাতা পুরসভা স্বাস্থ্যসংক্রান্ত বৈঠক শেষে এমনটাই জানালেন কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য অতীন ঘোষ। গত কয়েকদিনে ভ্যাকসিন নিতে কলকাতার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। প্রচুর মানুষের ভিড় এড়াতেই এবার নয়া নিয়ম চালু করল কলকাতা পুরনিগম। এর ফলে সুষ্ঠুভাবে টিকাকরণের কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।