প্রতিবেদন : কলকাতায় জলাতঙ্ক রোগের প্রকোপ রুখতে রাজ্য সরকারের সহায়তায় বড়সড় প্রকল্প হাতে নিল কলকাতা পুরসভা। গোটা অভিযান সফল করতে রাজ্য সরকারের তরফে ১.২ কোটি দেওয়া হয়েছে পুরসভায়। এই প্রকল্পে মহানগরীর পথ কুকুরদের জন্মনিয়ন্ত্রণ ও জলাতঙ্ক রোধের টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। চলতি বছরের অক্টোবর মাসের মধ্যে শহরের ৮৪ হাজার পথ কুকুরকে টিকা দেওয়ার ব্যবস্থা করতে চলেছে পুরসভা। পুরসভার প্রাণী কল্যাণ বোর্ডের উদ্যোগে এই কাজ করা হবে।
আরও পড়ুন-কেওয়াইসির নামে প্রতারণা
এই কাজের জন্য প্রয়োজনীয় টাকা দিচ্ছে রাজ্য সরকারের পরিবেশ দফতর। পুরসভা সূত্রে জানা গিয়েছে, সমসসীমা ধরে এই প্রথম এমন একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পুরসভার স্বাস্থ্য বিভাগের এক সমীক্ষা বলছে, ৬০ শতাংশ পথ কুকুরকে জন্ম নিয়ন্ত্রণের টিকাকরণ করা প্রয়োজন। এপ্রিল মাস থেকেই টিকা দেওয়ার কাজ শুরু হবে। অক্টোবরের মধ্যে কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছে। এই কাজের জন্য পুরসভার দুটি জায়গাও রয়েছে। ধাপায় এক সঙ্গে ২৫০টি এবং এন্টালিতে ৫০টি কুকুরকে রেখে এই টিকাকরণ করা হবে। এই কাজ শুরু করার আগে প্রথমে ওয়ার্ডে ওয়ার্ডে গণনার কাজ করা হবে। তারপর বরো অনুযায়ী এইসব পথ কুকুরকে আলাদা করে রাস্তা থেকে তুলে আনা হবে।