সংবাদদাতা, কাঁথি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), ২০১৯-এর আগস্টে দিঘা সফরে এসে, প্রশাসনিক সভায় ঘোষণা করেছিলেন, লবণ সত্যাগ্রহ আন্দোলনের পীঠস্থান কাঁথি-১ ব্লকের পিছাবনিতে স্মারক সংগ্রহশালা তৈরি হবে। সেই কাজ শুরু হয়েছে। ফলে খুশি এলাকার বাসিন্দারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে ইতিমধ্যেই সংগ্রহশালা তৈরির জন্য মাটি ভরাট-সহ অন্যান্য প্রাথমিক কাজ শুরু করেছে পূর্ত দফতর। দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের পাশে সরকারি জায়গার উপর সংগ্রহশালার ভবন গড়ে তোলা হবে। সামনের অংশে সৌন্দর্যায়ন হবে।
আরও পড়ুন – ভেষজ আবিরেও স্বনির্ভর জনজাতি মহিলারা
স্কুলের সামনে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভকেও সংস্কার করা হবে। এজন্য পূর্ত দফতরের কাঁথি বিভাগ প্রায় আড়াই কোটি টাকা খরচ করবে। প্রসঙ্গত, ১৯৪২ সালে ভারত-ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে লবণ আন্দোলনে শামিল হন বাসিন্দারা। কয়েকজন শহিদও হন। সেই সত্যাগ্রহীদের স্মৃতিরক্ষার্থে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে স্কুলের পাশেই গড়ে উঠেছিল শহিদ স্মৃতিস্তম্ভ।