নেতৃত্ব বদলের দাবি ফের উঠল কংগ্রেসে

Must read

অনন্ত গুছাইত, নয়াদিল্লি : পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে নজিরবিহীন বিপর্যয়ের পর ফের নেতৃত্ব বদলের দাবি জোরদার হচ্ছে কংগ্রেসে (Congress)। শুক্রবারই গুলাম নবি আজাদের বাড়িতে বৈঠকে বসেন বিক্ষুব্ধ গোষ্ঠীর একাধিক নেতা৷ ছিলেন কপিল সিব্বল, মণীশ তিওয়ারি প্রমুখ৷ পাঞ্জাবের ভোটে লজ্জার হারের পাশাপাশি বাকি চার রাজ্যেও শতাব্দীপ্রাচীন দলের রাজনৈতিক স্বাস্থ্য প্রায় কোমায় চলে যাওয়া রোগীর মতো। উত্তরপ্রদেশে প্রিয়াঙ্কা গান্ধীকে দায়িত্ব দিয়েও কোনও লাভ হয়নি। দলের উপর থেকে নিচুতলা পর্যন্ত সর্বত্র সমন্বয়ের অভাব।

আরও পড়ুন – কুপ্রস্তাব ফিরিয়ে দলত্যাগ বিজেপি নেত্রীর

ফল প্রকাশের পর লোকসভার কংগ্রেস সাংসদ শশী থারুর ট্যুইট করে বলেছেন, যদি আমরা সাফল্য চাই, তবে নেতৃত্বে পরিবর্তন অবশ্যম্ভাবী। আমাদের প্রাতিষ্ঠানিক নেতৃত্বে এমনভাবে পরিবর্তন আনা উচিত যাতে আমজনতা অনুপ্রাণিত হয়। কংগ্রেস (Congress) যে ভারতের চিন্তাধারায় বিশ্বাসী সময় এসেছে তা পরিবর্তন করার। দলের সিনিয়র নেতা গুলাম নবি আজাদ বলেছেন, একের পর এক রাজ্যে এই পরাজয় দেখে আমি হতবাক। আমরা যারা তারুণ্য থেকে গোটা জীবন দলকে দিয়েছি তাদের পক্ষে এই অবস্থা দেখা দুষ্কর। আমি নিশ্চিত, আমরা যারা দীর্ঘদিন ধরে দলের দুর্বলতা ও ত্রুটির কথা বলে আসছি এবার অন্তত তা খতিয়ে দেখবে নেতৃত্ব।

Latest article