প্রতিবেদন: বৃহস্পতিবার উত্তরপ্রদেশের নির্বাচনী ফলাফল স্পষ্ট হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গর্বের সঙ্গে বলেছেন, ২০২২ সালে উত্তরপ্রদেশের এই ফলাফলই ঠিক করে দিল ২০২৪ সালে কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। মোদির এহেন উদ্ধত্যপূর্ণ মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। শুক্রবার পিকে ট্যুইট করে পাল্টা মোদিকে তীব্র কটাক্ষ করেন। যদিও সেই ট্যুইটে পিকে কোথাও মোদির নাম উচ্চারণ করেননি।
আরও পড়ুন – গাড্ডায় বিজেপি, স্বীকার করে নিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও
এদিন পিকে (Prashant Kishor) ট্যুইট করেছেন, দেশের লড়াই হবে ২০২৪ সালে। কোনও রাজ্যের বিধানসভা ভোটে দেশের ভাগ্য নির্ধারণ হয় না। সাহেব নিজেও এটা ভাল করেই জানেন। তাই তিনি কৌশলে বিরোধীদের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার জন্যই এধরনের কথা বলছেন। বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে এত উন্মাদনা তৈরির চেষ্টা চালাচ্ছেন। এসব ফাঁকা আওয়াজে বিশ্বাস করবেন না। আশা করি, মানুষ এই মিথ্যা ব্যাখ্যায় ভুলবে না। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, পিকে তাঁর ট্যুইটে ‘সাহেব’ বলতে মোদিকেই বুঝিয়েছেন। একইসঙ্গে ভোটকুশলী এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, ২০২৪ সালের লোকসভা নির্বাচন হবে সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে। সেই নির্বাচনে উত্তরপ্রদেশ বা বাকি রাজ্যগুলির বিধানসভা ভোটের ফলাফল কোনও প্রভাব ফেলবে না।