নয়াদিল্লি : ভারতের ক্ষেপণাস্ত্র (Missile) গিয়ে পড়ল পাকিস্তানে। এই ঘটনার জেরে ভারতের রাষ্ট্রদূতের কাছে তীব্র ক্ষোভ প্রকাশ করে ইসলামাবাদ। জটিলতা এড়াতে তৎপর হয়ে উঠেছে নয়াদিল্লি। কীভাবে মিসাইল পৌঁছল পাকিস্তানে, তা নিয়ে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে প্রতিরক্ষামন্ত্রক। গোটা ঘটনাটিকে যান্ত্রিক ত্রুটি বলে ব্যাখ্যা করে দুঃখপ্রকাশও করেছে ভারত সরকার। শুক্রবার রীতিমতো বিবৃতি জারি করে প্রতিরক্ষামন্ত্রক বলেছে, গত ৯ মার্চ নিয়মমাফিক পর্যবেক্ষণ চলাকালীন যান্ত্রিক ত্রুটিতে একটি ক্ষেপণাস্ত্র (Missile) ভুল করে ছোড়া হয়েছে। এই ঘটনা গুরুত্ব দিয়ে দেখছে উদ্বিগ্ন ভারত সরকার। উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, জানা গিয়েছে, সেই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের ভূখণ্ডে গিয়ে পড়েছে। এই ঘটনা নিন্দনীয়। যদিও স্বস্তির খবর, দুর্ঘটনার কারণে কোনও প্রাণহানি হয়নি। পাকিস্তানের অভিযোগ, তাদের আকাশসীমার ১০০ কিমি ভিতরে গিয়ে পড়েছে এই ক্ষেপণাস্ত্র। পাকসেনার দাবি, খানেওয়াল জেলার মিয়াঁ চান্নু এলাকায় শব্দের চেয়ে দ্রুত গতিতে আছড়ে পড়ে মিসাইলটি। কোনও বিস্ফোরক না-থাকায় বড়সড় কোনও ক্ষতি হয়নি। তবে অভিঘাতের ফলে কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।