প্রতিবেদন : উত্তরপ্রদেশ বিধানসভা ভোট নিয়ে শুক্রবার মুখ খুললেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)৷ ট্যুইট বার্তায় তিনি রাজ্যের ভোটারদের ধন্যবাদ জানিয়ে বলেন, সমাজবাদী পার্টি দেখিয়ে দিয়েছে, বিজেপির আসন সংখ্যা কমানো সম্ভব৷ ভোটের পরিসংখ্যান তুলে ধরে তাঁর ব্যাখ্যা, গত বিধানসভা ভোটের তুলনায় এবার সমাজবাদী পার্টির আসন বেড়েছে আড়াই শতাংশ এবং ভোটের হার বেড়েছে ১.৫ শতাংশ৷ অখিলেশের কথায়, আমরা দেখিয়ে দিয়েছি বিজেপির আসন সংখ্যা কমানো সম্ভব৷ এই সংখ্যা এরপর কমতেই থাকবে৷ অর্ধেকের বেশি মিথ্যাচারী সাফ হয়ে গিয়েছে, আগামী দিন বাকিদেরও একই হাল হবে৷ এদিকে কলকাতায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অখিলেশদের (Akhilesh Yadav) জোর করে হারানো হয়েছে৷ তাঁর একদমই হতাশ হওয়া উচিত নয়৷ প্রসঙ্গত, ২০১৭ সালের তুলনায় সমাজবাদী পার্টির ৭৩টি আসন বেড়েছে এবার৷