অ্যান্টিগা, ১৩ মার্চ: ইংল্যান্ড (England) ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চলতি সিরিজের প্রথম টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে। টেস্টে দু’দলের চার জন ব্যাটার সেঞ্চুরি করেছেন। কিন্তু শনিবার ম্যাচ শেষে যেন কিছুটা হলেও ছন্দপতন হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা কার্লোস ব্রাথওয়েট প্রতিপক্ষ দলের অধিনায়ক জো রুটের আচরণকে ‘অসম্মানজনক’ আখ্যা দিয়েছেন।
আরও পড়ুন – ‘ওয়ার্ন ভাবত আরও ৩০ বছর বাঁচবে’, শোকার্ত পরামর্শদাতা
ক্যারিবিয়ান তারকার ক্ষোভের কারণ, প্রথম টেস্টের একেবারে শেষ পাঁচ বল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে অপেক্ষা করিয়ে তবেই রুটরা মেনে নেন যে, ড্র ছাড়া ম্যাচের আর কোনও রেজাল্ট সম্ভব নয়। যদিও ম্যাচের গতিপ্রকৃতি অনেক আগেই এটা নিশ্চিত করে দিয়েছিল যে, টেস্ট নিশ্চিত ড্রয়ের দিকেই এগোচ্ছে। আর সেখানেই ক্যারিবিয়ান দলকে ‘অসম্মান’ করা হয়েছে বলে মত ব্রাথওয়েটের। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘‘ইংল্যান্ড (England) এটা অ্যাসেজে করতে পারত? অথবা ভারত, নিউজিল্যান্ড বা পাকিস্তানের বিরুদ্ধেও কি পারত এমন আচরণ করতে? এখন আমাদের বাকি দু’টো টেস্টে প্রমাণ করতে হবে যে আমরা ইংল্যান্ডের থেকে ভাল দল।’’