আগরতলা, ১৩ মার্চ : বাংলার তরুণ জিমন্যাস্ট প্রতিষ্ঠা সামন্ত ভারতীয় দলে সুযোগ পেলেন। চলতি মাসে মিশর ও আজারবাইজানে বসছে জিমন্যাস্টিক্স বিশ্বকাপের আসর। তার জন্য ছয় সদস্যের ভারতীয় দল গড়া হয়েছে। দলের অন্যতম সদস্য ১৮ বছরের প্রতিষ্ঠা (Pratistha)। ২০১৯ সালে মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিভাগে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে সোনা জেতেন বাংলার এই জিমন্যাস্ট। কায়রোয় বিশ্বকাপ আগামী ১৭-২০ মার্চ। এরপর ২৯ মার্চ থেকে ১ এপ্রিল বাকুতে হবে পরের বিশ্বকাপ।
আরও পড়ুন – ইংল্যান্ডের বিরুদ্ধে অসম্মানের অভিযোগ
হাওড়ার মেয়ে প্রতিষ্ঠা (Pratistha) গত এক বছর ধরে ট্রেনিং করছেন দীপা কর্মকারের কোচ বিশ্বেশ্বর নন্দীর কাছে। চোট আঘাতে দীপার ভবিষ্যৎ নিয়ে সংশয়ের মধ্যেই নতুন ছাত্রীদের তৈরি করছেন বিশ্বেশ্বর। বিশ্বকাপের জন্য গত এক মাস ধরে দিল্লিতে দীপার কোচের তত্ত্বাবধানেই প্রশিক্ষণ নিচ্ছেন প্রতিষ্ঠা।
বিশ্বেশ্বর বললেন, ‘‘প্রতিষ্ঠার জন্য এটা খুব ভাল খবর যে, ও নিজের দক্ষতা দেখানোর সুযোগ পাবে বিশ্বমঞ্চে। দুটো ইভেন্ট বোল্টিং টেবল এবং ব্যালান্সিং বিমে অংশ নেবে প্রতিষ্ঠা। পদক জেতার ক্ষমতা আছে ওর।’’