একসময় ছিলেন ভারতীয় ফুটবলের জাতীয় দলের ক্যাপ্টেন। মাঝ মাঠের খেলোয়াড়। বল তাঁর পায়ে কথা বলবে, সে তো জানা কথাই। প্রসূন বন্দ্যোপাধ্যায় সাংসদ হয়েও দিব্যি পায়ে বল রাখতে পারেন । তবে, “খেলা হবে” স্লোগানটা যে শুধু কথার কথা নয়, তাঁরা খেলতেও পারেন- শনিবার আগরতলায় সাংবাদিক বৈঠকের পরে সেই কথা প্রমান করে দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। কে কে ছিলেন তালিকায় আসুন জেনে নেওয়া যাক। ছিলেন নাট্যব্যক্তিত্ব তথা সাংসদ অর্পিতা ঘোষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক তথা সাংসদ শান্তনু সেন, আবিররঞ্জন বিশ্বাস পর্যন্ত সবাই। দিব্যি বল দেওয়া-নেওয়া করে বেশ কিছুক্ষণ গা ঘামিয়েছিলেন তাঁরা। আর বার্তা দেন, ত্রিপুরায় খেলা হবে।
শুধু খেলা হবে নয়, “ত্রিপুরা জিতবে”। আর তার জন্যেই সেখানে বারবার পৌঁছে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ত্রিপুরায় গিয়ে ২০২৩-এর লক্ষ্য স্থির করে দিয়ে এসেছেন। সেখানেই তাঁর প্রতি ত্রিপুরার মানুষের জনসমর্থন দেখে শাসকদল বিজেপি সিঁদুরে মেঘ দেখছে ।
ফলে পুলিশ-প্রশাসনকে কাজে লাগিয়ে রীতিমতো দমন-পীড়ন করেছে তারা। কিন্তু তৃণমূল কংগ্রেস যে ভয়ে পিছিয়ে যাবে না ত্রিপুরার জোড়াফুল শিবিরের নেতাকর্মীদের বাংলা থেকে শীর্ষ নেতৃত্ব গিয়ে বারবার সেই বার্তাই দিচ্ছেন । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ১৬ অগাস্ট বাংলা-সহ দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে ত্রিপুরাতেও “খেলা হবে” দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস।