বার্সেলোনা, ১৪ মার্চ : পিএসজি ছেড়ে ফের বার্সেলোনার জার্সি গায়ে তুলতে চলেছেন লিওনেল মেসি (Messi) ! স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর তেমনটাই। প্যারিসে সুখে নেই মেসি (Messi)। পিএসজি সমর্থকদের মন জয় করতে ব্যর্থ হয়েছেন তিনি। তার ওপরে আবার চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে হারের পর সেই ক্ষোভ আরও বেড়েছে।
রবিবার ফরাসি লিগের ম্যাচ খেলার সময় ঘরের মাঠেই পিএসজি সমর্থকদের বিদ্রুপের শিকার হন মেসি এবং নেইমার। বিশেষ করে, মেসি বল ধরলেই গ্যালারি থেকে উড়ে এসেছে বিদ্রুপ। স্প্যানিশ মিডিয়ার খবর, ইতিমধ্যেই বার্সেলোনা কর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছেন মেসির বাবা জর্জ। যিনি আবার ছেলের এজেন্ট।
আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে পিএসজিরও মোহভঙ্গ হয়েছে। ফরাসি লিগে ১৮ ম্যাচ খেলে মেসির গোল মাত্র দু’টি! চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির হয়ে পাঁচটি গোল করেছেন তিনি। সব মিলিয়ে চলতি মরশুমে মাত্র সাতটি গোল রয়েছে মেসির নামের পাশে। তাই মোটা অঙ্কের ট্রান্সফার ফি পেলে মেসিকে ছেড়ে দিতেই পারে পিএসজি।