প্রতিবেদন : ডেঙ্গির ক্ষেত্রে অতি বিপজ্জনক ও বিপজ্জনক পুরসভাগুলির তালিকা প্রকাশ করল নগরোন্নয়ন সংস্থা স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি। তালিকায় রয়েছে মোট ১২৬টি পুরসভা। তার মধ্যে অতি বিপজ্জনক পুরসভার তালিকায় রয়েছে ৪৩টি এবং মাঝারি বিপজ্জনকের তালিকায় রয়েছে ৮৩টি পুরসভার নাম। হাওড়া, রাজারহাট, নিউটাউন, সোনারপুর, উত্তর ও দক্ষিণ দমদম, শিলিগুড়ির মতো পুরসভাগুলির নাম রয়েছে এই তালিকায়।
আরও পড়ুন-শত্রুঘ্নর প্রচার শুরু ২০শে
অতি বিপজ্জনক পুরসভার তালিকার মধ্যে শুধু উত্তর ২৪ পরগনাতেই রয়েছে ২৬টি পুরসভা। গত বছরের নিরিখে এই তালিকা তৈরি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা ছাড়াও হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনা জেলার পুরসভাগুলির নাম রয়েছে তালিকায়। দু’ধরনের এলাকার জন্যেই ডেঙ্গি নিয়ন্ত্রণে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করেছে পুর ও নগরোন্নয়ন দফতর। সেই সঙ্গে দফতরের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন। প্রতি বছর সাধারণ ভাবে বর্ষার সময় রাজ্যে ডেঙ্গির প্রকোপ বাড়ে। সে কথা মাথায় রেখে তাই আগেভাগে রোগ নিয়ন্ত্রণ কীভাবে করা হবে, তার একটি রূপরেখাও তৈরি করা হয়ে গিয়েছে। প্রত্যেকটি পুর এলাকার জনপ্রতিনিধিদেরও এ সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে। এ রাজ্যের ডেঙ্গি নিয়ন্ত্রণ ব্যবস্থা এরই মধ্যে গোটা দেশের মধ্যে মডেল হয়ে উঠেছে।