পাচার হওয়ার পথে হাওড়ায় বাজেয়াপ্ত সিহর্স

কারণ, এর সংখ্যা দ্রুত কমছে। অবশ্য চোরাচালান, লুকিয়ে কেনাবেচায় এখনও পুরোপুরি রাশ টানা যায়নি। তবে এদিন ব্রেক থ্রু ঘটল।

Must read

প্রতিবেদন : চেন্নাই থেকে চিনে পাচার হওয়ার পথে হাওড়া স্টেশনে উদ্ধার হল ৫২ কেজি সিহর্স। রাজ্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, আরপিএফ এবং ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স যৌথ অভিযান চালিয়ে কয়েক কোটি টাকার সিহর্স উদ্ধার করে। কিছু রোগের ওষুধ তৈরির ক্ষেত্রে চিনে এই সিহর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই এর চাহিদাও প্রবল সেদেশে। পাচারচক্রের নেপথ্যে কারা রয়েছে তা খুঁজে বের করার জন্য শুরু হয়েছে তদন্ত। মঙ্গলবার ইবি সূত্রে জানা এখবর। কী এই সিহর্স? এটি এক ধরনের সামুদ্রিক প্রাণী।

আরও পড়ুন-ডেঙ্গিতে বিপজ্জনক রাজ্যের ৪৩ পুরসভা

আকারে বেশ ছোট। কিন্তু দেখতে কিছুটা ঘোড়ার মতো। অগভীর সমুদ্রে এদের বিচরণ। পছন্দ উষ্ণ এবং নাতিশীতোষ্ণ অঞ্চল। কানকোর মাধ্যমে শ্বাসকার্য চালানো এই প্রাণীর ৪টি পাখনা। আঁকড়ে ধরার ক্ষমতা-সম্পন্ন বাঁকানো লেজ দেখেই সহজে চিহ্নিত করা যায় এদের। কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যার গবেষণাগারে সযত্নে সংরক্ষিত থাকে এই প্রাণীটি। ভারতে সিহর্স ধরা এবং বেচাকেনা সম্পূর্ণ নিষিদ্ধ। অবলুপ্তি রুখতেই এই পদক্ষেপ। কারণ, এর সংখ্যা দ্রুত কমছে। অবশ্য চোরাচালান, লুকিয়ে কেনাবেচায় এখনও পুরোপুরি রাশ টানা যায়নি। তবে এদিন ব্রেক থ্রু ঘটল।

Latest article