প্রতিবেদন : দেশে হিংসা এবং বিভেদের রাজনীতি করে বিজেপি । আর সেই কারণেই দেশভাগের বিদ্বেষের স্মৃতি উস্কে দিতে চাইছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর ‘দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস’ পালনের ডাককে এই ভাবেই কটাক্ষ করলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ।
আরও পড়ুন : “দিদি বেকার যুবক-যুবতীদের জন্য মাসে দেড় হাজার টাকা দিচ্ছেন এই প্রকল্পে”
১৪ অগাস্ট দিনটিকে এবার থেকে ‘দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস’ হিসেবে পালন করার ডাক দেন নরেন্দ্র মোদি । এই নিয়ে এদিন সাংবাদিকরা প্রশ্ন করেন কুণাল ঘোষকে। তিনি বলেন, এরকম একটি দিন দেশে কখনোই পালন করা উচিত নয়। ঘৃণা ও দ্বেষের স্মৃতি উসকে দেয় এসব দিবস পালন। বিজেপি সব সময় দেশে মানুষে মানুষে বিষ ছড়ানোর চেষ্টা করে। এই কারণেই নরেন্দ্র মোদি এরকম একটি দিন পালনের কথা ভাবতে পেরেছেন। কেউ যাতে এই দিন পালন না করেন পাল্টা তার ডাক দেন কুণাল।
আরও পড়ুন : পাহাড়ে আধুনিক হাসপাতাল
শনিবার, সাংবাদিক বৈঠকে কুণাল জানান, ত্রিপুরায় তাঁদের শান্তিপূর্ণ মিছিলে আটকায় বিজেপি সরকারের পুলিশ। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা চালান বিজেপির কর্মী-সমর্থকেরা। সেখানে তৃণমূলের নেতাকর্মীদের শুধু নয়, গাড়িচালককে পর্যন্ত মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন কুণাল। তিনি বলেন, অশান্তি ছড়ানোই বিজেপির লক্ষ্য।
সাংবাদিকরা তাঁকে বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র বিষয়ে জিজ্ঞাসা করলে তৃণমূল নেতা বলেন, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের চেহারাটা প্রকাশ্যে এনে ফেলেছেন বাবুল। তাঁদের ভেতরে যে কতটা কোন্দল- সেটারই বহিঃপ্রকাশ বাবুলের প্রত্যেক টুইটের ছত্রে, ছত্রে।