শবে বরাত উপলক্ষ্যে সকল ইসলাম ধর্মাবলম্বী মানুষকে শুভেচ্ছা বার্তা দিলেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শবে বরাত (Shab-e-Barat) একটি ইসলামী উৎসব। সারা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীরা পালন করেন এই পরব। ইসলামী ক্যালেন্ডারের অষ্টম মাস অর্থাৎ শাবান মাসের ১৪ ও ১৫ তম রাতে এই উৎসব পালন করার রীতি। শবে বরাতকে (Shab-e-Barat) ইসলামী বর্ষপঞ্জির পবিত্রতম রাত হিসাবে মনে করা হয়, যা লাইলাতুল-বরাত বা লাইলাতুল-বারা বা মধ্য শাবান নামেও পরিচিত। ‘শব ‘একটি পারসি শব্দ যার অর্থ ‘রাত’ এবং আরবিতে ‘বরাত’ অর্থ পরিত্রাণ ও ক্ষমা বলে। বিশ্বাস করা হয় যে এদিন আল্লাহ সকলের পূর্ববর্তী ক্রিয়াকলাপের ভিত্তিতে আগামী বছরের ভাগ্য লিখে রাখেন। অতএব, কোনও দোষ ত্রুতির মার্জনার আবেদনে ও ঈশ্বরের করুণা চেয়ে রাতটি অতিবাহিত হয়।
আরবে এই উৎসব লাইলাতুল-বরাত হিসাবেই পালন করা হয়। সাধারণত এই উৎসব পবিত্র রমজানের আগেই পড়ে। পবিত্র শবে বরাত যথাযথ ধর্মীয় উৎসাহ ও নিষ্ঠার সঙ্গে সারা সারা দেশে পালিত হয়।
এই উৎসবের ইতিহাস জানতে গেলে শিয়া মুসলমানদের দ্বাদশ ইমাম মোহাম্মদ আল-মাহদীর জন্মের সময়ে ফিরে তাকাতে হবে। শবে বরাতের রাতটি তাঁর জন্মদিন হিসাবে পালন করা হয়। অন্যদিকে সুন্নি মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বিশ্বাস করে যে, এদিন কেবল আল্লাহ নোহের সিন্দুককে বন্যার হাত থেকে বাঁচিয়েছিলেন। এ কারণেই বিশ্বজুড়ে মানুষ শবে বরাত উদযাপন করেন।