মেলবোর্ন, ২০ মার্চ : ৩০ মার্চ রাষ্ট্রীয় সম্মানে চিরবিদায় জানানো হবে শ্যেন ওয়ার্নকে (Shane Warne)। তার আগে রবিবার মেলবোর্নে তাঁর পরিবার ও বন্ধুদের পক্ষ থেকে আয়োজন করা হল প্রাইভেট ফিউনেরালের। পরিবারের লোকজন ছাড়াও এতে অংশ নেন ক্রিকেটারদের অনেকেই। ভাবগম্ভীর পরিবেশে সবাই বিদায় জানালেন তাঁদের প্রিয় ওয়ার্নিকে।
বেঁচে থাকতে মেলবোর্নের সেন্ট কিলডা ফুটবল ক্লাবকে নিজের ক্লাব বলেই মনে করতেন ওয়ার্ন (Shane Warne)। পারিবারিক ফিউনারেলের জন্য বেছে নেওয়া হয়েছিল এই ক্লাবকেই। ক্লাবের মাঠকে বলা হয় মুরাবিন ওভাল। অনুষ্ঠান হল সেখানেই। ৮০ জনের মতো অতিথি-অভ্যাগত ছিলেন এই অনুষ্ঠানে। প্রয়াত কিংবদন্তি ক্রিকেটারের তিন সন্তান, বাবা-মা, বন্ধুরা ছাড়াও এতে হাজির হয়েছিলেন অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন অধিনায়ক অ্যালান বর্ডার ও মার্ক টেলর। ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনও। চিরাচরিত প্রথা মেনে শেষকৃত্যের সব কাজ সারেন ওয়ার্নের ছেলে জ্যাকসন।
থাইল্যান্ডে বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে গত ৪ মার্চ মৃত্যু হয়েছিল ওয়ার্নের। ক্রিকেট বিশ্ব তাঁর মৃত্যুতে শোকে ভেঙে পড়েছিল। ৩০ মার্চ এমসিজিতে এক লাখ লোকের সামনে রাষ্ট্রীয় সম্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। ভিক্টোরিয়া প্রশাসন ইতিমধ্যেই এমসিজির সাধারণ স্ট্যান্ড ওয়ার্নের নামে করে দিয়েছে।