প্রতিবেদন : টিকা প্রাপকদের জন্য কিছুটা হলেও সুখবর। কোভিশিল্ডের (Covishield) দু’টি ডোজের মধ্যে ব্যবধান কমানোর সিদ্ধান্ত নিল ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ অফ ইমিউনাইজেশন বা এনটিএজিআই। রবিবার এনটিএজিআইয়ের সুপারিশ মেনে নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এখন থেকে কোভিশিল্ডের (Covishield) প্রথম ডোজ নেওয়ার ৮ সপ্তাহের মধ্যেই দ্বিতীয় ডোজ নিতে পারবেন টিকা প্রাপকরা। উল্লেখ্য, আগে প্রথম ডোজ নেওয়ার ১২ থেকে ১৬ সপ্তাহের মধ্যে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হত। পরিবর্তিত সিদ্ধান্তে ছয় থেকে সাত কোটি নাগরিক খুব শীঘ্রই কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পেতে চলেছেন বলে খবর।