প্রতিবেদন: রাজ্য বিজেপিতে এখন কামিনী-কাঞ্চনের রমরমা। সোশ্যাল মিডিয়ায় অভিযোগটা প্রথম করেছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। সেই কামিনী-কাঞ্চন আর পিছু ছাড়ছে না বঙ্গ বিজেপির। এবার সেই একই ইস্যু নিয়ে দলীয় নেতৃত্বকে প্রকাশ্যে আক্রমণ করলেন বিজেপি মহিলা মোর্চার জেলা সম্পাদক তৃষা চাকলাদার চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইলে এই পরিচয়ই দিয়েছেন তৃষা। গত শনিবার তৃষার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছে।
আরও পড়ুন-আমডাঙায় গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস কর্মী
সেই পোস্টে প্রশ্ন তোলা হয়েছে, বিজেপির যে সব মণ্ডল ও জেলা পদাধিকারী কাউন্সিলর টিকিট পেলেন তাঁদের বেশির ভাগেরই জামানত জব্দ হয়েছে। এই তথ্য দিয়ে দলীয় নেতৃত্বকে নিশানা করা হয়েছে। পোস্টে প্রশ্ন তোলা হয়েছে, উচ্চ নেতৃত্ব কী দেখে এঁদের টিকিট দিয়েছিলেন? কামিনী নাকি কাঞ্চন? এতেই পরিষ্কার উঁচুতলার পাশাপাশি রাজ্য বিজেপির নিচুতলাতেও ক্ষোভ ক্রমশ বাড়ছে। তৃষার এই পোস্টের পর বঙ্গ বিজেপির অন্দরের জল্পনা আরও বেড়েছে। এমনিতে পুরভোটে লজ্জাজনক হারের পর বিজেপি নেতৃত্ব ঘর সামলাতেই ব্যস্ত। ক্ষোভের আঁচ ক্রমশ বাড়ছে। দলের নেতা, কর্মীদের ধরে রাখতে হিমশিম খাচ্ছেন সুকান্ত মজুমদাররা।