প্রতিবেদন : বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ তোলা চার বিধায়কের আসন বদল করে দেওয়া হল। এত দিন ওই বিধায়করা বসতেন বিরোধী (BJP) দলনেতার ডান পাশের ব্লকের দ্বিতীয় ও তৃতীয় সারিতে। কিন্তু এবার তাঁদের আসন দেওয়া হয়েছে বিরোধী দলনেতার (BJP) বাঁ পাশের তিন নম্বর ব্লকে। সেখানে মুকুল রায়েরও আসন রয়েছে। মুকুল রায়কে ৬৮ নম্বরের বদলে ৬৭ নম্বর আসন নির্দিষ্ট করা হয়েছে। বড়জোড়ার বিধায়ক তন্ময় ঘোষের আসন ৬৩ নম্বর থেকে বদলে ৭২ করা হয়েছে। কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়ের আসন সংখ্যা ছিল ৪৭ নম্বর। তা বদলে ৭১ করা হয়েছে। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে ৬ নম্বর আসন থেকে সরিয়ে ৭০ নম্বর আসনে বসার বন্দোবস্ত করা হয়েছে। একই রকম ভাবে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের আসন ৫ নম্বর থেকে বদলে ৬৯ করা হয়েছে। বুধবার ওই বিধায়করা দাবি করেন, মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন বারবার অকারণে বাধা দিচ্ছিলেন বিরোধী দলনেতা। তার প্রতিবাদ করেছিলেন তাঁরা।