নয়াদিল্লি, ২২ মার্চ : ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য এবারের আইপিএলের বাড়তি গুরুত্ব রয়েছে বলে মনে করেন রবি শাস্ত্রী। টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচের দাবি, ভারতীয় দলের আগামী দিনের নেতার খোঁজ হয়তো এবারের টুর্নামেন্টেই মিলবে।
আরও পড়ুন-শেভচেঙ্কোর উদ্যোগ
দীর্ঘদিন পর ভাষ্যকারের ভূমিকায় ফিরতে চলেছেন শাস্ত্রী। মঙ্গলবার আইপিএলের সম্প্রচারকারী সংস্থার একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘বিরাট নেতৃত্বের দায়িত্বে নেই। তবে রোহিত দুর্দান্ত নেতৃত্ব দিচ্ছে, বিশেষ করে সাদা বলের ফরম্যাটে। তবে ভবিষ্যতে ভারতীয় দলের এমন একজন অধিনায়কের প্রয়োজন হবে, যে দীর্ঘদিন নেতৃত্ব দেবে। আর সেই নেতার খোঁজ পাওয়া যেতে পারে এবারের আইপিএলে।’’ এবারের আইপিএলে বেশ কয়েকজন তরুণ তুর্কি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব করবেন। এই তালিকায় রয়েছেন কে এল রাহুল, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়াররা। শাস্ত্রী ইঙ্গিত সেদিকেই।
আরও পড়ুন-‘আপনার মন্তব্যে নিরপেক্ষ তদন্ত প্রভাবিত হতে পারে’, রাজ্যপালকে চিঠিতে জানালেন মুখ্যমন্ত্রী
তাঁর বক্তব্য, ‘‘এটাই আইপিএলের মজা। প্রত্যেক বছরের নতুন নতুন মুখ উপহার দিয়ে থাকে। গতবার আমরা ভেঙ্কটেশ আইয়ারকে পেয়েছিলাম। টুর্নামেন্ট শুরুর আগে কেউ ওর নাম জানত না। কিন্তু ও আজ ভারতীয় দলে। তেমন এবারও কোনও নতুন মুখের উঠে আসার অপেক্ষায় থাকব। একই ভাবে তাকিয়ে থাকব, পন্থ, রাহুল, শ্রেয়সরা কেমন নেতৃত্ব দেয় তার দিকে।’’