সংবাদদাতা, হাওড়া : জেলার দ্বীপাঞ্চল হিসেবে পরিচিত আমতার ঘোড়াবেড়িয়া-চিৎনান ও ভাটোরা এলাকায় মাল্টিপারপাস সাইক্লোন রেসকিউ সেন্টার তৈরি করার জন্য বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের মন্ত্রী জাভেদ খানের কাছে আবেদন জানালেন এলাকার বিধায়ক সুকান্ত পাল। সোমবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এই ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সুকান্ত। তিনি বলেন, আমতার ঘোড়াবেড়িয়া-চিৎনান ও ভাটোরা গ্রাম পঞ্চায়েত এলাকা দুটি রূপনারায়ণের ধারে অবস্থিত।
আরও পড়ুন-কন্যাশ্রী কাপে সেরা এসএসবি
এই এলাকার মানুষদের প্রায়ই সাইক্লোন, বন্যা বা জলোচ্ছ্বাসের কবলে পড়তে হয়। ওই এলাকায় মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার তৈরি হলে স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন। তাই ওই এলাকায় মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার তৈরির জন্য তিনি সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীর কাছে আবেদন জানান। সেই প্রেক্ষিতে আমতার ওই দীপাঞ্চলে শীঘ্রই সার্ভে করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী জাভেদ খান জানান। বিধায়কের এই উদ্যোগ এবং মন্ত্রীর তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার এলাকার মানুষের উৎসাহ তৈরি হয়েছে। বিধায়ক সুকান্ত পাল পরে জানিয়েছেন, এই দ্বীপাঞ্চলের মানুষ কষ্টে রয়েছেন। সরকার এই পদক্ষেপ করলে এলাকার উন্নতি হবে।