প্রতিবেদন : শহরকে দূষণমুক্ত করতে ই-পরিবহণের ওপর জোর দিচ্ছে রাজ্য সরকার। ইলেকট্রিক বাসের পর এবার শহরের প্রতিটি প্রান্তেই চালচল করবে ই-অটো। পরে জেলায় জেলায় আনা হবে এই অটো। ইতিমধ্যেই এই বিষয়ে পরিবহণ দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনাও হয়েছে। পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম নিজেও ই-অটোর মডেল দেখেছেন।
আরও পড়ুন-সাইক্লোন সেন্টারের আর্জি বিধায়কের
নিউটাউন, সল্টলেক-সহ কলকাতার একাধিক জায়গায় বসানো হয়েছে ইলেকট্রনিক চার্জিং স্টেশন। অটোগুলি টার্চের ব্যবস্থা থাকবে এই চার্চিং স্টেশনগুলিতে। ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘‘আমরা একাধিক সংস্থার সঙ্গে কথা বলেছি। বিভিন্ন মডেল নিয়ে আসা হবে।’’ ইতিমধ্যেই চালু হয়েছে ইলেকট্রিক বাস। যার ফলে দূষণ কমেছে। এবার আসছে ইলেকট্রনিক অটো। রাজ্য পরিবহণ সূত্রে খবর, কয়েক বছরের মধ্যে ১০০০ ইলেকট্রিক বাস নামবে শহরের রাস্তায়। পাশাপাশি চার্জিং স্টেশনের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানা গিয়েছে।
চিনের শেনঝেন, ফিনল্যান্ডের হেলসিঙ্কি ও চিলির সান্তিয়োগোর সঙ্গেই চতুর্থ শহর হিসাবে উঠে এসেছে কলকাতা। রিপোর্টে বলা হয়েছে, এক্ষেত্রে বিশ্বের অনেক শহরের কাছেই আদর্শ হয়ে উঠেছে কলকাতা। পাশাপাশি বিদ্যুৎ দফতরও ইতিমধ্যেই ইলেকট্রিক গাড়ি পরীক্ষামূলকভাবে চালু করেছে।