আমতার রামসদয় কলেজের (Ramsaday College) ৭৫ তম বর্ষ পূর্তি উপলক্ষে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা হল বুধবার। উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী অরূপ রায় এবং রাজ্যের আরও দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন ও বীরবাহা হাঁসদা। এ-ছাড়াও ছিলেন বিধায়ক তথা কলেজ পরিচালন সমিতির সভাপতি ডাঃ নির্মল মাজি, সুকান্ত পাল, সমীর পাঁজা, লাভলি মৈত্র, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, হাওড়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তুষার কান্তি ঘোষ, কলেজের অধ্যক্ষ দেবকুমার মুখোপাধ্যায়-সহ আরও অনেকে। রামসদয় কলেজের (Ramsaday College) ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার পর্যন্ত তিনদিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডাঃ নির্মল মাজি জানান, ‘বর্তমানে ১৩টি বিষয়ে অনার্স, ২৫টি বিষয়ে পাশকোর্স পড়ানো হয় এই কলেজে। এ-ছাড়াও স্নাতকোত্তরস্তরেও পড়ানো হয় এখানে। বাংলায় রেগুলারে এমএ পড়ানো হচ্ছে। অঙ্কেও শীঘ্রই স্নাতকোত্তরস্তরে এখানে পঠনপাঠন শুরু হবে।’