প্রতিবেদন: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাংসদদের প্রতিনিধি দল আজ দুপুর ১ টায় দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করবে। রামপুরহাটের বগটুই গ্রামে তৃণমূল উপপ্রধান খুন ও তারপর আটজনের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে বাংলাবিরোধী রাজনৈতিক প্রচারের বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি অমিত শাহর সামনে তুলে ধরবেন তৃণমূল (Trinamool Congress) সাংসদরা। অনভিপ্রেত এই ঘটনার পরই যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দ্রুত নিরপেক্ষ তদন্তের জন্য সিট গঠন করে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে উদ্যোগী হয়েছে, তা তুলে ধরা হবে।