সংবাদদাতা, পুরুলিয়া : আগে উন্নয়নের কাজ, পরে ছুটি। আর তা নিয়েই দৃষ্টান্ত স্থাপন করল পুরুলিয়া পুরসভা। প্রথাগত নিয়মে বোর্ড গঠনের পরদিন ছুটি থাকে পুরসভা। বুধবার পুরুলিয়া পুর বোর্ড গঠনের পর নিয়মমাফিক বৃহস্পতিবার পুরসভা ছুটি ছিল। কিন্তু ছুটি থাকলেও বিকেলে প্রথা ভেঙে বৈঠক করলেন পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলাররা। থমকে-থাকা উন্নয়নের কাজগুলি চালু করা, নাগরিক পরিষেবা দানের বিষয়গুলি নিয়ে এদিন আলোচনা হল। জোর দেওয়া হল ব্যয়সঙ্কোচের উপরে।
আরও পড়ুন-দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার কাজ শুরু, কাঁথি পুরসভায় অভিযোগ বাক্স
পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, পুরুলিয়া পুরসভার নিজস্ব আয় খুবই সীমিত। ইতিমধ্যে অস্থায়ী কর্মীদের বেতন বকেয়া পড়েছে। অথচ এইসব অস্থায়ী কর্মীরাই শহরে সাফাই-সহ নাগরিক পরিষেবাগুলি দেন। চলতি সপ্তাহে ওঁদের বেতন দিতে হবে। পুরুলিয়া জেলা বরাবরই শুখা জেলা। গরমে এখানে জলের উৎসগুলিতে জলের টান পড়ে। অথচ আগামী দিনে পুরসভা এলাকায় বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ বাড়ানো হবে। কংসাবতী নদীতে ইনফিল্ট্রেশন গ্যালারি গড়ে তোলার ফলে এখন অবশ্য জলের জোগান ঠিক থাকে। তাই যাঁরা জলের সংযোগ চেয়ে আবেদন করেছেন, তাঁদের দ্রুত সংযোগ দিতে হবে। তিনি বলেন, পুরসভায় আমরা সকলে মিলে কাজ করি। বিকেলের আলোচনায় মতো আদানপ্রদান হয়েছে। কাল থেকে পূর্ণমাত্রায় নতুন বোর্ড কাজ করবে।