মুম্বই, ২৪ মার্চ : দায়িত্ব বেড়ে গেল। চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক হওয়ার পর প্রতিক্রিয়া রবীন্দ্র জাদেজার। ২০১২ সালে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছিলেন জাদেজা। ধোনি এবং সুরেশ রায়নার পর তৃতীয় ক্রিকেটার হিসেবে সিএসকেকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন তিনি। তবে ধোনির মতো কিংবদন্তি অধিনায়কের উত্তরসূরি হওয়ার ফলে তাঁর ওপরে যে প্রত্যাশার চাপ থাকবে, তা স্বীকার করে নিচ্ছেন জাড্ডু। তিনি বলছেন, ‘‘অধিনায়ক হতে পেরে ভাল লাগছে। তবে মাহি ভাইয়ের মতো কিংবদন্তির বুটে পা গলাতে হচ্ছে। ও দলকে যে জায়গায় রেখে যাচ্ছে, সেখান থেকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই হবে আমার কাজ।’’
আরও পড়ুন-ধোনির বিকল্প জাদেজা, আগেই বলেছিলেন সানি
একই সঙ্গে জাদেজার সাফ কথা, ‘‘তবে আমি খুব বেশি চিন্তা করছি না। কারণ মাহি ভাই তো পাশেই থাকবে। খেলা চলাকালীন যখনই কোনও সিদ্ধান্ত নিয়ে মনে প্রশ্ন জাগবে, ওর সাহায্য নেব। তাই আমি অনেকটাই চাপমুক্ত।’’ তাঁর বাড়তি সংযোজন, ‘‘সবাইকে ধন্যবাদ। আমাদের সমর্থন করতে থাকুন।’’