যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ইলেকট্রিক্যাল বিভাগে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই হল বহু যন্ত্রপাতি। বুধবার গভীর রাতে ঘটে ঘটনাটি। ইলেক্টনিক বিভাগের পরীক্ষাগারের একটি গোটা ঘর ভস্মীভূত হয়ে যায়। অন্য একটি ঘরেও আগুন ছড়ায়। আগুন লাগার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। ভোর চারটে পর্যন্ত অনেক প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে পারে দমকল বাহিনী। বিশ্ববিদ্যালয় (Jadavpur University) সূত্রে খবর, এই অগ্নিকাণ্ডের ফলে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ুন – অপারেশন থিয়েটারে ভয়াবহ আগুন, আতঙ্ক হাসপাতালে
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান শাশ্বতী মজুমদার জানিয়েছিলেন, বেশ কিছু পড়ুয়াই বিশ্ববিদ্যালয় ছিল রাতে। মূলত গবেষণার সূত্রেই তাঁরা ওইদিন সেখানে ছিলেন। তখন খেয়াল করেন ইলিউমিনেশন ল্যাবরেটরির অধীনস্থ মানিক সরকার ল্যাবরেটরিতে আগুন লেগে যায়। লেজার শো করার জন্য বিখ্যাত আমেরিকাবাসী মানিক সরকার এখানে বেশ কিছু যন্ত্রপাতি দান করেছিলেন। যার জন্য এই পরীক্ষাগারের নাম হয়েছিল মানিক সরকার ল্যাবরেটরি। এই অগ্নিকাণ্ডের জেরে সেই সব যন্ত্রপাতি ভস্মীভূত হয়ে যায়। পাশের ঘরের যন্ত্রপাতিগুলিও পুড়ে নষ্ট হয়ে গেছে। তিনি আরও জানান, প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় পাঁচ কোটির মতো।
উপাচার্য সুরঞ্জন দাস বলেন, দ্রুত আগুন লাগার কারণ অন্নেষণ করা করা হবে। ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বার বার বলা সত্ত্বেও বদলানো হয়নি ওয়ারিং। সেই কারণেই সব ভস্মীভূত হয়ে যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই বিভাগে আলোক বিজ্ঞান নিয়ে গবেষণা করা হয়। অনেক গুরুত্বপূর্ণ আলোক নির্মাণের কাজ চলছিল সেখানে। রাস্তায় স্বল্প দৃষ্টির মানুষের জন্য ও গাড়িতে নতুন ধরণের আলো ব্যবহারের জন্য তৈরী করা হচ্ছিল আলো। কিন্তু সব পুড়ে যাওয়ায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।