রামপুরহাটে বড় ষড়যন্ত্র: শিলিগুড়িতে গিয়ে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

রামপুরহাটের ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। রবিবার, শিলিগুড়ির অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বলেন, রামপুরহাটের ঘটনার পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে। রাজ্যে শিল্পোন্নয়ে বাধা দিতে, দেউচা পাচামির (Deucha Pachami) প্রকল্প আটকাতেই রামপুরহাটের (Rampuhat) ষড়যন্ত্র করা হয়েছে৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ফের এদিন বলেন, সিবিআই তদন্তে রাজ্য সরকার সহযোগিতা করবে৷ কিন্তু সিবিআই যদি ঠিকঠাক তদন্ত না করে, সিপিএম-বিজেপি-কংগ্রেসের কথা মতো কাজ করে সেক্ষেত্রে রাস্তায় নেমে আন্দোলন করবে তৃণমূল৷

আরও পড়ুন – পাহাড়েও ত্রিস্তর পঞ্চায়েতের পক্ষেও সওয়াল, জিটিএ নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

একই সঙ্গে সিবিআইয়ের তদন্ত নিয়ে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নোবেল চুরি, নন্দীগ্রাম গণহত্যা, সিঙ্গুরের তাপসী মালিক হত্যা, নেতাই- কোনও ঘটনার তদন্তই শেষ করতে পারেনি সিবিআই। ফলে বিচার হয়নি।বগটুইয়ের ঘটনা নিয়ে প্রথম থেকেই ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো। এ দিন তিনি বলেন, “ডেডবডির রাজনীতি করছে বিরোধীরা।“ রাজ্যে যাতে শিল্প না হয়, তার জন্যেই এই অশান্তি হিংসা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন মমতা।

মুখ্যমন্ত্রী জানান, বগটুই গ্রামের নৃশংস কাণ্ডে রাজ্য সরকার যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিয়েছে৷ পাশাপাশি, প্রথমে পুলিশের ভুল ছিল বলে মুখ্যমন্ত্রী বলেন, একটা খুনের পরে ওদের আশঙ্কা করা উচিত ছিল। পুলিশ সাসপেন্ড হয়েছে। ব্লক সভাপতি-সহ অনেকে গ্রেফতার হয়েছে। ওই পরিবারগুলির সঙ্গে তিনি কথা বলেছেন। এরপরেই পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, ”খুন হল তৃণমূল। যাদের বাড়িতে আগুন লাগল তারাও তৃণমূল। আমাকেই গালাগাল দিয়ে যাচ্ছে।”

Latest article