প্রতিবেদন : পেট্রোপণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামছে তৃণমূল যুব কংগ্রেস। যুব তৃণমূলের পক্ষ থেকে আজ মঙ্গলবার এক প্রতিবাদ মিছিল ও প্রতিবাদসভার আয়োজন করা হয়েছে। যুবদের পাশাপাশি এই মিছিলে অংশ নেবেন তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপি সদস্যরাও। তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ সোমবার একথা জানিয়েছেন।
আরও পড়ুন-ধর্মঘটে ৮ রাজ্যে, আংশিক সাড়া
মঙ্গলবার দুপুরে দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে শুরু হয়ে ময়দানের গান্ধীমূর্তি পর্যন্ত এই প্রতিবাদ মিছিল হবে। তারপর হবে প্রতিবাদসভা। যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে এদিন মোদি সরকারকে তীব্র আক্রমণ করে বলেন, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির কারণেই পেট্রোল, ডিজেলের দাম বেড়েই চলেছে। গত এক সপ্তাহে ৬ বার পেট্রোপণ্যের দাম বেড়েছে। ডিজেল এই মুহূর্তে ৯৫ টাকা ও পেট্রোল একশো টাকা ছাড়িয়ে গিয়েছে। রান্নার গ্যাস আর কিছুদিনের মধ্যেই হাজার টাকা হতে চলেছে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস আন্দোলনে শামিল হচ্ছে।