অনুপম সাহা, মাথাভাঙা : লোকালয়ে বাইসনের তাণ্ডব। আতঙ্ক ছড়াল মাথাভাঙা মহকুমার প্রেমেরডাঙা গ্রাম পঞ্চায়েতের ঝাউকুঠি সংলগ্ন এলাকায়। রবিবার মাথাভাঙা মহকুমার প্রেমেরডাঙা গ্রাম পঞ্চায়েতের ঝাউকুঠি সংলগ্ন এলাকায় ভুট্টাখেতে এক জোড়া বাইসন (Bison) দেখতে পান গ্রামবাসীরা। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আবার বিপরীতে বাইসনকে দেখতে প্রচুর উৎসাহী মানুষও ভিড় জমায়। খবর পেয়ে সোমবার ঘটনাস্থলে পৌঁছয় বন দফতর। বেশ কিছুক্ষণের চেষ্টায় একটি বাইসনকে ঘুমপাড়ানি গুলি করে বাগে আনা সম্ভব হলেও অপরটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। বাইসন (Bison) দুটি খাদ্যের সন্ধানে চিলাপাতার জঙ্গল থেকে লোকালয়ে চলে এসেছে বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। উদ্ধার হওয়া বাইসনটিকে সুস্থ করে চিলাপাতা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।