প্রতিবেদন : পরীক্ষাকেন্দ্রে কীভাবে পৌঁছবে ভেবে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে এক পরীক্ষার্থী। কর্তব্যরত ট্রাফিক (traffic) গার্ডের সার্জেন্টের নজরে পড়তেই এগিয়ে এলেন। মোটরবাইকে করে ছাত্রকে শুধু পরীক্ষাকেন্দ্রে পৌঁছেই দিলেন না, শিক্ষককে অনুরোধ করলেন ওই ছাত্রকে লেখার জন্য কিছুটা বেশি সময় দিতে। সোমবার বামেদের বন্ধের জেরে অশান্ত কলকাতা সাক্ষী হয়ে থাকল এমন ঘটনার। যাদবপুর এইট-বি বাসস্ট্যান্ডের ঘটনা। মানবিক ট্রাফিক গার্ডের সার্জেন্টের নাম সপ্তর্ষি ব্রহ্ম।
আরও পড়ুন-মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি, কংগ্রেস ও বামেরা
কেন্দ্রীয় সরকারের পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামেরা বন্ধের নামে একপ্রকার তাণ্ডব চালায়। এর জেরে ব্যাহত হয় জনজীবন। ঢাকুরিয়া এলাকার একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র ওই তাণ্ডবের মুখে পড়ে। আইসিএসসি প্রি-বোর্ড পরীক্ষা চলছে তার। কীভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছবে ভেবে যখন কাঁদছিল ওই ছাত্র তখনই এগিয়ে আসেন কর্তব্যরত ট্রাফিক গার্ডের সার্জেন্ট।