প্রতিবেদন : পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার শহরের রাজপথে নামল তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদ। এদিন দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে এক প্রতিবাদ মিছিলে পা মেলান তৃণমূল কংগ্রেসের ছাত্র-যুবরা। হাজরা মোড় থেকে শুরু হয়ে মিছিল এসে শেষ হয় মেয়ো রোডের গান্ধীমূর্তির নিচে। সেখানেই সভা করেন। সভা থেকে কেন্দ্রের মোদি সরকার তীব্র আক্রমণ করেন বক্তারা। পাঁচ রাজ্যের ফল ঘোষণা হওয়ার পর থেকেই প্রায় প্রতিদিনই বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। বাড়ছে এলপিজির দামও।
আরও পড়ুন-বন্ধে ছাত্রকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিল পুলিশ
মঙ্গলবার কলকাতায় ৮৩ পয়সা বেড়ে প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে ১০৯ টাকা ৬৮ পয়সা। লিটারে ৭০ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৯৪ টাকা ৬২ পয়সা। এই নিয়ে গত আটদিনে সাতবার বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। সবমিলিয়ে গত আটদিনে পেট্রোলের দাম বাড়ল ৫ টাকারও বেশি। ডিজেলের দাম বেড়েছে ৪ টাকা ৮৩ পয়সা। ক’দিন আগেই রান্নার গ্যাসের ডোমেস্টিক সিলিন্ডারের দাম ৫০ টাকা বেড়ে হাজার টাকা ছুঁতে চলেছে। এই মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠেছে আম জনতার।
আরও পড়ুন-মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি, কংগ্রেস ও বামেরা
প্রত্যেক বক্তার মুখেই উঠে আসে এই লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রসঙ্গ। মিছিলকে কেন্দ্র করে শহরের রাজপথে এদিন ছাত্র-যুবদের ঢল নামে। মিছিলে ছাত্র-যুবদের সঙ্গে ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের চেয়ারম্যান জয়া দত্ত, রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, যুবনেত্রী শ্রেয়া পাণ্ডে, কাউন্সিলর পূজা পাঁজা-সহ প্রথম সারির ছাত্র-যুব নেতারা।