পোর্তো, ৩০ মার্চ : না কোনও অঘটন ঘটেনি। মঙ্গলবার রাতে উত্তর ম্যাসিডোনিয়াকে পরিষ্কার ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের মূলপর্বে পর্তুগাল। ফলে আগামী নভেম্বরে কেরিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)।
কাতারের টিকিট পেতে তিনি নিজে যে কতটা মরিয়া ছিলেন, সেটা ম্যাচের আগে সাংবাদিক সম্মলেনই স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন রোনাল্ডো। আর লক্ষ্যপূরণের পর সিআর সেভেনের (Cristiano Ronaldo) বার্তা, ‘‘অভিযান সফল। আমরা কাতার বিশ্বকাপের মূলপর্বে। এটা আমাদের প্রাপ্য ছিল। আমরা নিজেদের অধিকার আদায় করে নিয়েছি। আমাদের টানা সমর্থন করে যাওয়ার জন্য পর্তুগালের প্রতিটি মানুষকে ধন্যবাদ।’’ রোনাল্ডোর ইনস্টাগ্রাম পোস্টই বুঝিয়ে দিচ্ছে এই মুহূর্তে তিনি কতটা তৃপ্ত।
আরও পড়ুন: নেইমারহীন ব্রাজিলের বড় জয়, মেসিদের ড্র
উত্তর ম্যাসিডোনিয়া ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে রোনাল্ডোদের মুখোমুখি হয়েছিল। তবে পর্তুগালের হয়ে জোড়া গোল করে তাদের স্বপ্ন ভেঙে চুরমার করে দেন ব্রুনো ফার্নান্দেজ। রোনাল্ডো নিজে গোল না পেলেও, ব্রুনোর প্রথম গোলের ক্ষেত্রে বল সাজিয়ে দিয়েছিলেন। বিশ্বকাপের আসরে ৩৭ বছর বয়সি রোনাল্ডোর সেরা সাফল্য ২০০৬ সালে। জার্মানিতে অনুষ্ঠিত সেবারের বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল পর্তুগাল। কিন্তু ফ্রান্সের কাছে হেরে গিয়েছিল। কাতারে সেই অর্জনকেও ছাপিয়ে যেতে চাইবেন রোনাল্ডো।
কাতারে ভাল কিছু করার জন্য মুখিয়ে রয়েছেন পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টোসও। ২০১৬ সালে তাঁর কোচিংয়ে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল। ২০১৯ সালে দেশকে জিতিয়েছেন ইউরোপীয় নেশনস কাপ ট্রফিও। আত্মবিশ্বাসী স্যান্টোস বলছেন, ‘‘জাতীয় দলের কোচ হিসেবে আমি ইতিমধ্যেই দু’টি খেতাব জিতেছি। কাতারে তৃতীয়টা জিততে চাই।’’