প্রতিবেদন : মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যজুড়ে পালিত হচ্ছে “খেলা হবে” দিবস। পাহাড় থেকে জঙ্গল, সাগর থেকে শহর, আট থেকে আশি মেতে উঠবে খেলায়। মূলত, “সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল…”, ফলে খেলা হবে দিবসে মূলত ফুটবলে মেতে উঠেছে সকলে।
আরও পড়ুন : ‘খেলা হবে দিবস’ নিয়ে বাড়ছে উচ্ছাস, টুইট করে সন্তুষ্টি প্রকাশ করলেন কুণাল ঘোষ
আর খেলা হবে দিবসকে সামনে রেখে রাজ্যের শাসক
তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগ কলকাতার বেলেঘাটার সুভাষ সরোবরের মাঠে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন সেলের সদস্যদের নিয়ে এই দিনরাতের সেভেন সাইড টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। খেলা হবে দিবস পালনের পাশাপাশি এই টুর্নামেন্টের মাধ্যমে তারা করোনা সচেতনতারও বার্তা দিতে চাইছে। টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে “কোভিড থার্ড ওয়েভ অ্যাওয়ারনেস কাপ”।
আরও পড়ুন : তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সুভাষ সরোবরে ফুটবল টুর্নামেন্ট
আজ, সোমবার সকাল ১০ টায় টুর্নামেন্টের উদ্বোধন। প্রাক্তন তারকা ফুটবলার গৌতম সরকার এই ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন। এদিন উদ্বোধনের পর গৌতম সরকার বলেন, “এটা খুব ভাল উদ্যোগ। একইসঙ্গে খেলাধুলা এবং করোনা সচেতনতা সমাজকেও বার্তা দেবে। তৃণমূল ছাত্র পরিষদ বারোটা ইউনিট তৈরি করেছে তাদেরকে কাজে লাগাচ্ছে এবং খেলাধুলার মাধ্যমে পরিচয় ঘটাচ্ছে ছাত্র-ছাত্রীদের জন্য একটা উজ্জ্বল দিক।”
এমন উদ্যোগ নেওয়ার জন্য রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে সাধুবাদ জানিয়েছেন গৌতম সরকার।