নয়াদিল্লি : লখিমপুরখেরি মামলায় ফের সুপ্রিম কোর্টে ধাক্কা খেল উত্তরপ্রদেশ সরকার৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে ও খুনের মামলার প্রধান অভিযুক্ত আশিস মিশ্রের জামিন চ্যালেঞ্জ করে হওয়া মামলায় যোগী প্রশাসনের ব্যাখ্যা তলব করল শীর্ষ আদালত৷ বুধবার উত্তরপ্রদেশ সরকারকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, মন্ত্রীপুত্রের জামিনের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়ে সোমবারের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে৷
আরও পড়ুন-অমানবিক কাণ্ড বিজেপি শাসিত রাজ্যে, হাসপাতালে মেলেনি শববাহী যান, মৃতের দেহ কাঁধে নিলেন মহিলারাই
লখিমপুর–কাণ্ডে একাধিক কৃষককে গাড়িতে পিষে মারার ঘটনায় মূল অভিযুক্ত বিজেপি নেতা তথা মন্ত্রীপুত্র আশিস৷ অভিযোগ, উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের সময়েই তড়িঘড়ি তার জামিন মঞ্জুর হয় এলাহাবাদ হাইকোর্টে৷ এই ঘটনার পিছনে বিজেপির রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে এবং জামিন খারিজের দাবি জানিয়ে পাল্টা মামলা হয় সুপ্রিম কোর্টে৷ লখিমপুর–কাণ্ডে ভুক্তভোগী পরিবারগুলির তরফে এই মামলা দায়ের করা হয়েছিল৷ এই সংক্রান্ত পিটিশনের শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামান্নার বেঞ্চ উল্লেখ করে, বিশেষ তদন্তকারী দল প্রধান অভিযুক্তকে জামিন দেওয়ার বিরুদ্ধে আপিল করার সুপারিশ করেছে৷
আরও পড়ুন-সাম্প্রদায়িক দাঙ্গা ও দলিতদের লাঞ্ছনা, সংসদে কেন্দ্রের তথ্যেই বেআব্রু মোদি জমানা
প্রসঙ্গত, লখিমপুর–কাণ্ডের তদন্তের জন্য গঠিত এসআইটি–র কাজ তত্ত্বাবধান করছেন অবসরপ্রাপ্ত বিচারপতি রাকেশ কুমার৷ তিনি দুটি রিপোর্টে রাজ্য সরকারকে লেখেন, আশিস মিশ্রকে দেওয়া জামিন বাতিল করার জন্য শীর্ষ আদালতে আপিল মামলা দায়ের করতে৷
বুধবার সুপ্রিম কোর্টে লখিমপুর–কাণ্ডের শুনানিতে আবেদনকারীদের পক্ষে সওয়াল করেন সিনিয়র আইনজীবী দুষ্যান্ত দাভে৷ প্রধান বিচারপতি রামান্নার বেঞ্চে ছিলেন বিচারপতি সূর্যকান্ত এবং হিমা কোহলি৷