প্রতিবেদন : ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষা। এই প্রথম পরীক্ষার্থীরা নিজের স্কুলে পরীক্ষা দেবে। এ-বছর ৭ লক্ষ ৪৫ হাজার পরীক্ষার্থী। ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা প্রায় ৭১ হাজার বেশি। দু’দফায় ২৭ এপ্রিল পর্যন্ত পরীক্ষা চলবে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণে সবরকম ব্যবস্থা করা হবে। সতর্কতা এবং সচেতনতা মেনেই এই পরীক্ষা হবে। বাংলা, ইংরেজি, হিন্দি ও অলচিকি— চার ভাষায় প্রশ্নপত্র করা হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে স্পেশ্যাল অবজার্ভার থাকছে। স্পেশ্যাল অবজার্ভার হিসাবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সরকারি আধিকারিকরা দায়িত্বে। স্পর্শকাতর কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। পরীক্ষা (Higher Secondary) কেন্দ্রে যখন প্রশ্ন যাবে, সেই সময়ে পুলিশ মোতায়েন থাকবে। পুলিশ ছাড়া কোনও প্রশ্নপত্র বিলি হবে না। প্রতিটি কক্ষে ২ জন করে শিক্ষিক–শিক্ষিকা গার্ডের দায়িত্বে থাকবেন। নজরদারিতে কোনও গাফিলতি হলে ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা (Higher Secondary) যেদিন থাকবে, সেই বিষয়ের শিক্ষক সেদিন দায়িত্বে থাকতে পারবেন না। টোকাটুকি বা অন্য কোনও অসাধু কাজের অভিযোগ এলে সেই স্কুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।