সংবাদদাতা, আলিপুরদুয়ার : সাধারণ মানুষের কথা ভেবে একধিক প্রকল্প এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের মানুষ এই সুবিধা পাচ্ছেন। আরও মানুষের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে হাতে তুলে দেওয়া হল কার্ড। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে সৃষ্টিশ্রী মেলার মঞ্চে উপস্থিত আবেদনকারীদের হাতে প্রকল্পের কার্ড তুলে দিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধবাভাতা, আনন্দধারা প্রকল্পের গাড়ি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষকবন্ধু, জয়জোহার পেনশন-সহ একাধিক প্রকল্পের সুবিধা হাতে পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধন্যবাদ জানান আবেদনকারীরা। প্রকল্পের সুবিধা মানুষের হাতে তুলে দিয়ে মন্ত্রী বলেন, ‘‘রাজ্যের সরকার সাধারণ মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সরকারের প্রধান, যিনি সর্বদা মানুষের কল্যাণে কাজ করেন, ফের প্রমাণ পেলেন আলিপুরদুয়ারবাসী।’’