স্টার জলসার পর্দায় সদ্য শুরু হয়েছে সুপারস্টার জিৎ-এর সঞ্চালনায় সুপার ধামাকা রিয়েলিটি শো ‘ইসমার্ট জোড়ি’। প্রেম, ভালবাসার অভিনয় নয় দর্শক দেখতে পাচ্ছেন সত্যিকারের রোমান্স, শুনছেন সত্যিকারের প্রণয়ের গল্প। প্রেমের মধুমাসে শুরু হওয়া শো’তে এ-ভাবেই মধুর সব কাহিনি বলবেন অংশগ্রহণকারী সেলেব দম্পতিরা। আর সঞ্চালক জিৎ থাকবেন সাক্ষী। সাক্ষাৎকারে বিস্তারিত জানালেন তিনি। কথা বললেন প্রীতিকণা পালরায় অ্যাকশন থেকে রোমান্সে ফিরলেন কি ‘ইসমার্ট জোড়ি’র হাত ধরেই?
জিৎ (Jeet) : রোমান্সে আমি বরাবরই থাকি তবে মাঝে অ্যাকশন একটু বেশি হয়েছিল সেটা ঠিকই। যদিও দর্শক রোমান্টিক আর অ্যাকশন হিরো দুই ধরনের চরিত্রেই আমায় প্রচুর ভালবাসা দিয়েছেন। কিন্তু সেসব তো অভিনয়। এই ‘ইসমার্ট জোড়ি’তে যা দেখবেন সব রিয়েল। কিচ্ছু স্ক্রিপটেড নয়। এক্কেবারে নতুন ধরনের শো এটা। নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে, কিন্তু প্রেমের চিরকালীন ‘ফিল’ নিয়ে। আমি এখানে রোমান্সে ফিরেছি সেসব সত্যি রোমান্সের কাহিনি শুনতে। এবং দর্শকদেরও শোনাতে।
হঠাৎ এমন এক থিম বেছে নেওয়া কেন?
জিৎ (Jeet) : দেখুন, বাংলা টেলিভিশন দুনিয়ায় একই থিমের রিয়েলিটি শো বছরের পর বছর চলে। নাচ-গান-প্রশ্নোত্তর-কমেডি সব নিয়েই শো হয়েছে, হচ্ছে। আমরা তাই ভেবেছিলাম এমন কিছু ভাবি যা এক্কেবারে নতুন হবে দর্শকের কাছে এবং তাঁরা সেটা এনজয়ও করবেন। আর ভালবাসা’র কথা শুনতে, প্রিয় তারকাদের ব্যক্তিগত ভালবাসার অভিজ্ঞতা শুনতে দর্শক ভালবাসবেন এটা নিশ্চিত আমরা।
আপনি নিশ্চিত কেন যদি আরও একটু বিশদে বলেন।
জিৎ : আমার মনে হয়েছে প্রেম চিরকালীন হলেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে আর সবকিছুর মতো প্রেমের ধরনেও বিবর্তন এসেছে। তেমনই ভালবাসার অনুভূতিগুলো এক থাকলেও সেখানেও অনেক প্রশ্নচিহ্ন জড়ো হয়েছে। অন্তত এই প্রজন্মের কাছে। তারা অঙ্গীকার-এ ভয় পায় অনেক সময়ই। আবার যারা একটু সিনিয়র, সম্পর্কের টানাপোড়েনে তারাও অনেক সময়ই জর্জরিত। ছোট ছোট মান-অভিমান, ভুল বোঝা, ইগো— এগুলো বড় দেওয়াল হয়ে দাঁড়ায় ভালবাসার সম্পর্কে। এখানেই ‘ইসমার্ট জোড়ি’র ভূমিকা। সরাসরি না হলেও অন্যের কথা, ভূমিকা, সমস্যা সমাধানের ধরন অবচেতনে বা সচেতনে প্রভাব ফেলে মনে। আমার নিজের ক্ষেত্রেও যেমন হচ্ছে, প্রতিদিন অংশগ্রহণকারী কাপল’দের সঙ্গে কথা বলতে গিয়ে কত কী যে নিজেই শিখছি! এবং প্রেম’কে নিত্য-নতুনভাবে এক্সপ্লোর করছি!
স্ক্রিপটেড নয় বলছেন, তবে কীভাবে সাজানো হচ্ছে পর্বগুলোকে?
জিৎ : প্রতিটি জোড়ির কাছে আমি জানতে চাইছি তাঁদের সম্পর্কের কথা, তাঁরা তাঁদের মতো করে বলছেন। প্রচুর অরগ্যানিক মুহূর্ত থাকছে। যেগুলো একদম ন্যাচারালিই আমরা রেখে দিচ্ছি দর্শকদের জন্য। কিছু টাস্ক অবশ্যই থাকছে। সেসবের জন্য অবশ্য একটা টিম কাজ করছে।
নিশ্চয়ই বেস্ট জোড়ি সিলেকশন হবে? সেটা কীভাবে হবে?
জিৎ : এখনই পুরোটা রিভিল করতে চাই না। ধাপে ধাপে সবটা দর্শক দেখতে পাবেন। আপাতত দর্শক কোনও প্রতিযোগিতার কথা না ভেবে শুধু ভালবাসার কথা ভাবুন। তাঁদের প্রিয় তারকাদের কথা শুনুন। আর প্রেমের পাঠ নিতে থাকুন!
তার মানে শো’তে শুধু সেলেবরাই অংশগ্রহণ করবেন নাকি পরের দিকে সাধারণ দর্শকদের জন্যও সুযোগ থাকবে?
জিৎ : এই প্রশ্নটা আমার কাছে অনেকেই করছেন। কিন্তু এটুকু বলতে পারি, এই সিজন-এর জন্য আপাতত সেই ভাবনা নেই। এখানে মোট দশটি জোড়ি থাকছেন যাঁরা হয় দুজনেই তারকা নয়তো স্বামী-স্ত্রী’র একজন অন্তত তারকা। অর্থাৎ ‘ইসমার্ট জোড়ি’র প্রথম সিজন তারকা-দম্পতিদের নিয়েই হবে, পরের সিজনগুলোর জন্য চিন্তা-ভাবনা করা হবে সাধারণ দর্শকদের ইনক্লুড করা যায় কি না। সেটা এখনও একেবারেই কিছু ঠিক হয়নি।
এই সিজন-এ দর্শক কোন কোন জোড়ি’দের দেখবেন?
জিৎ : মোট দশটি জোড়ির মধ্যে আছেন রাজা-মধুবনি, ভরত কল-জয়শ্রী, রূপঙ্কর বাগচী-চৈতালীদি, সম্রাট মুখার্জি-ময়না, জিতু কমল-নবনীতা, সোনালি চৌধুরি-রজত, সুদীপ-পৃথা, সৌরভ-সুস্মিতা, বাদাম কাকু-খ্যাত ভুবন বাদ্যকর-আদরিদি। আর যে জোড়িটি ছিল তাঁদের একজন আমাদের ছেড়ে চিরকালের মতো চলে গেছেন। অভিষেক চ্যাটার্জি ও সংযুক্তাদি।
এই ‘ইসমার্ট জোড়ি’র সেটেই তো সেদিন অভিষেক চ্যাটার্জি অসুস্থ হয়ে পড়েন?
জিৎ : হ্যাঁ। অসুস্থ অবস্থাতেই সেদিন শ্যুটিংয়ে এসেছিলেন অভিষেকদা। কমিটমেন্ট ছিল বলেই। কিন্তু শেষ অবধি পারেননি সেদিন শ্যুটিং করতে। অত অসুস্থ দেখে প্রোডাকশন থেকেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। বারবার হাসপাতাল নিয়ে যাওয়ার কথা বললেও উনি বাড়িই যেতে চাইছিলেন। তাই বাড়িতেই পাঠাই আমরা। কিন্তু শেষ রক্ষা হল না। সবার এত খারাপ লাগছিল পরদিন শ্যুটিংয়ে, বলার নয়।
ওঁদের জায়গায় কোন জোড়ি আসবেন কিছু ভেবেছেন?
জিৎ : ভাবনা-চিন্তা চলছে। খুব তাড়াতাড়িই সিদ্ধান্ত নিতে হবে। তবে ওঁর স্মৃতি হিসেবে আমাদের কাছে যেটুকু শ্যুট উনি করেছিলেন তা রয়ে যাবে।
দর্শকদের উদ্দেশ্যে জিৎ-এর বক্তব্য কী থাকছে?
জিৎ : দর্শকদের উদ্দেশ্যে আমার বক্তব্য একটাই, যাঁরা প্রেমে আছেন, যাঁরা প্রেমে পড়ব-পড়ব অবস্থায় আছেন আর যাঁরা প্রেমে পড়া নিয়ে দ্বিধায় আছেন— সকলেই ‘ইসমার্ট জোড়ি’ দেখুন! কারণ কীভাবে ভালবাসতে হয়, ভালবাসার যত্ন নিতে হয়, ‘ইসমার্ট জোড়ি’তে সেটাই দেখানো হবে প্রতিটি পর্বে। বলা যেতে পারে ভালবাসার সেলিব্রেশন হচ্ছে এই শো-তে। আপনারা তার অংশীদার হন।