সংবাদদাতা, বাঁকুড়া : মন্দিরনগরী বিষ্ণুপুরের জোড়া মন্দির সংলগ্ন পোড়ামাটির হাট প্রাঙ্গণে বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বৃহস্পতিবার সৃষ্টিশ্রী মেলার সূচনা করেন খাদ্য দফতরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে বাঁকুড়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মেলা চলবে সোমবার, ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টে থেকে রাত ১০টা অবধি। উদ্বোধনী আসরে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ার-সহ জেলা প্রশাসনের আধিকারিকরা ছাড়াও জনপ্রতিনিধিরা। জেলাশাসক জানান, বিষ্ণুপুরের (Bishnupur) হস্তশিল্পীদের অর্থনৈতিক বিকাশ, গ্রামীণ মানুষদের জীবন ও জীবিকার মানোন্নয়ন এই মেলার অন্যতম উদ্দেশ্য। স্বনির্ভর গোষ্ঠী মহিলারা নিজেদের হাতের তৈরি সামগ্রী নিয়ে পশরা সাজিয়েছেন মেলাপ্রাঙ্গণে। মেলা উদ্বোধনের আগে এলাকার প্রায় ৬ হাজারের মতো মহিলা সুসজ্জিতভাবে বিষ্ণুপুর (Bishnupur) শহর পরিক্রমা করেন। মেলায় রোজই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।