গৃহস্থের হেঁসেলে আগুন। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। আজ, মঙ্গলবার কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫ টাকা। এর ফলে কলকাতায় রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম হয়ে গেল ৮৮৬ টাকা।
আরও পড়ুন-তালিবানি আতঙ্ক, দ্রুত আফগানিস্তান ছাড়তে চাইছেন মন্ত্রী-আমলা থেকে শুরু করে সাধারণ মানুষ
করোনা কালে মানুষের রোজকার অনেকটাই কমেছে। কেউ চাকরি হারিয়েছেন ,ব্যবসা বন্ধ হয়েছে। তবুও কেন্দ্রে মোদি সরকারের সৌজন্যে প্রতিনিয়ত বেড়েই চলেছে রান্নার গ্যাসের দাম। এর জেরে খুব সাভাবিকভাবেই মধ্যবিত্তের মাথায় হাত।
আরও পড়ুন- মিথ্যে অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেস কর্মীরা জামিন পেলেন, টুইট কুণাল ঘোষের
সবমিলিয়ে মাত্র ৬ মাসেই ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়েছে ১৪১ টাকা। এক বছরে ২৪১ টাকা বেড়েছে । এভাবে গ্যাসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকলে, রান্না হবে কিসে, তা নিয়েই কপালে ভাঁজ পড়েছে মধ্যবিত্ত।
অন্যদিকে, কিছুটা হলেও দাম কমল বানিজ্যিক গ্যাসের। সিলিন্ডার পিছু ৪ টাকা ৫০ পয়সা দাম কমে নতুন দাম হল ১৬৯৭ টাকা। আজ থেকেই কার্যকর হল এই নতুন দাম।