প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য পরীক্ষার একদিন আগে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বড় মাপের ইতিবাচক বার্তা দিলেন পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। শনিবার ইসলামাবাদে বাজওয়া বলেন, কাশ্মীর-সহ যে সমস্ত বিষয় নিয়ে ভারতের সঙ্গে মতবিরোধ রয়েছে সেই সব বিষয়ের সমাধান করতে আলোচনায় বসা অত্যন্ত জরুরি।
আরও পড়ুন-প্রাক্তন স্বামীকে খোরপোশ, নির্দেশ শিক্ষিকাকে, বেনজির রায় হাইকোর্টের
ভারত যদি বৈঠকের বিষয়ে রাজি থাকে তাহলে পাকিস্তান নিশ্চিতভাবেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। রাতারাতি পাক সেনা প্রধানের এই নরম মনোভাব কূটনৈতিক মহলকে অবাক করেছে। তাঁরা মনে করছেন, ইমরান খানের আচরণে আমেরিকা প্রবল ক্ষুব্ধ। সেই ক্ষোভ কাজে লাগিয়ে ভারতকে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করতে পারে বাইডেন প্রশাসন। কিন্তু ভারত যাতে ইসলামাবাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করে তার জন্যই রাতারাতি সুর নরম করেছেন পাক সেনাপ্রধান।