দেবর্ষি মজুমদার, রামপুরহাট : বগটুই (Bogtui) কাণ্ডে সিবিআইকে তদন্তে সাহায্য করছে সিআইডি। গতকালই ছড়িয়েছিল বোমাতঙ্ক। তারপর সিউড়ি থেকে বম্ব স্কোয়াডের ডিটেকশন টিম এসে শনাক্ত করে যে, ওখানে বোমা রয়েছে। রবিবার বেলা এগারোটা নাগাদ ঘটনাস্থলে আসেন বম্ব ডিজপোজাল স্কোয়াডের সদস্যরা। বগটুই (Bogtui) এর গোটা এলাকা ঘিরে নেয় পুলিশ। তারপর ভাদু শেখের খুনে অন্যতম অভিযুক্ত পলাশ শেখের পাশের বাড়ির বাথরুম লাগোয়া কাঠের পাটাতনের নিচে একটি নীল-সাদা বালতি তুলে আনে ডিজপোজাল টিম। তাতে খান কুড়ি মাঝারি মানের হাতবোমা ছিল। বোমার বালতি নিয়ে ডিজপোজাল টিম পাশের চন্দনকণ্ঠা গ্রামের ফাঁকা মাঠে বোমাগুলো বিস্ফোরণ ঘটিয়ে নষ্ট করে। এদিন ফের মিহিলাল শেখ এবং শেখলাল শেখকে পান্থশ্রী অস্থায়ী ক্যাম্পে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। পাশাপাশি, আনারুল হোসেনকেও আরেকবার জেরা করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।