মুম্বই, ৩ এপ্রিল : আইপিএলের প্রথম তিন ম্যাচে উমেশ যাদবের (Umesh Yadav) পারফরম্যান্স প্রশংসা পাচ্ছে। কিন্তু এই সাফল্য যে সহজে আসেনি, সেটা মনে করিয়ে দিচ্ছেন উমেশ যাদব। যে পরিবেশ থেকে তিনি উঠে এসেছেন, সেটা কঠিন বললেও কম। দাবি কেকেআর স্পিডস্টারের।
আরও পড়ুন – বাদ পড়ে ভেঙে পড়েছিলাম : রোহিত
কেকেআরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নিজের উঠে আসার দিনগুলির কথা তুলে ধরেছেন উমেশ (Umesh Yadav)। বলেন কীভাবে নিজের স্বপ্ন পূরণ করেছেন তিনি। উমেশ বলেন, ‘‘আমি যেখান থেকে উঠে এসেছি, সেখানে খুব কম ছেলেই দেশের হয়ে খেলার কথা ভাবে। খেলা এবং ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখা সেখানে ভীষণ দামি। কিট, ব্যাট-প্যাড, জুতো কেনা সম্ভব ছিল না। কারণ, থাকতাম কোল মাইনে। বাবা কোল মাইনে যেতেন এবং খুব পরিশ্রম করতেন। তখন ভাবিনি ভারতের হয়ে খেলব। এটা আমার কল্পনার বাইরে ছিল।”
লোকে যেভাবে তাঁকে সাদা বলের ক্রিকেটে অচল বলে ধরে নিয়েছিল, তাও কষ্টে ফেলে দিয়েছিল কেকেআর সিমারকে। অথচ ২০১৫ বিশ্বকাপে তিনি ১৮টি উইকেট নিয়েছিলেন। উমেশ বলেছেন, ‘‘২০১৪-তে কেকেআরের হয়ে আইপিএল জেতার পর বড় ঘটনা ছিল ২০১৫ বিশ্বকাপ। আমি সবথেকে বেশি উইকেট পেয়েছিলাম সেবার। আমার সাদা বলের জীবন শুরু হয়েছিল তখন থেকে। খারাপ লেগেছিল যখন আমার কেরিয়ার নামতে শুরু করে। সাদা বলের ক্রিকেটে কখনও দলে ছিলাম, কখনও বাইরে। লোকে আমাকে সাদা বলে অচল বলে দিল। খারাপ লেগেছিল এইজন্য যে, কত তাড়াতাড়ি সবকিছু বদলে গেল! একসময় বিশ্বকাপে সবথেকে বেশি উইকেট নেওয়া বোলার ছিলাম আমি। তবে ঠিক আছে। জীবন এভাবেই চলে।”