কলকাতা পুরসভার উদ্যোগে মহানগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলিতে বসতে চলেছে ‘রেফিউজ আইল্যান্ড’। হঠাৎ রাস্তায় সিগন্যাল পড়ে গেলে সমস্যায় পড়ে পথচারীরা। অনেক রাস্তায় জায়গা থাকে না দাঁড়ানোর। নিত্যদিনের এই সমস্যার এবার সুরাহা চাইছে লালবাজার। সেইমতো প্রস্তাবও দিয়েছেন পুরসভার কাছে। শহরের ৩০ টি গুরুত্বপূর্ণ মোড়ে তৈরি করা হবে ‘রেফিউজ আইল্যান্ড’। রাস্তার দুই লেনের মাঝে চওড়া জায়গায় তৈরি করা হবে যেখানে পথচারীরা হঠাৎ সিগন্যাল পড়ে গেলে দাঁড়াতে পারবেন। এই বিষয়ে ইতিমধ্যে সমীক্ষার কাজও শুরু করে দিয়েছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)।
কিছুদিন আগে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) ও পুলিশের আধিকারিকদের প্রস্তাবিত ওইরেফিউজ আইল্যান্ডের জন্য ডালহৌসির একটি মোড় পরিদর্শন করা হয়। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, রেফিউজ আইল্যান্ড তৈরির জন্য মার্চের দ্বিতীয় সপ্তাহে পুরসভাকে চিঠি পাঠানো হয়েছিল। কোথায় কোথায় এই রেফিউজ আইল্যান্ড তৈরি দরকার রয়েছে তা জানতে চাওয়া হয়েছিল ট্রাফিক গার্ডগুলির কাছে। জায়গা নির্বাচন করা হবে ওই এলাকার পথচারীর সংখ্যা ও সেখানে যানবাহনের চাপ কি রকম থাকে তার ভিত্তিতে। সব দিক বিবেচনা করে ৩০টি গুরুত্বপূর্ণ মোড়ে তৈরি করা হবে ওই আইল্যান্ড।
পুরসভার এই প্রস্তাবে উৎসাহী ট্রাফিক পুলিশ আধিকারিকরাও। ইতিমধ্যে তারা সমীক্ষার কাজও শুরু করেছেন। মনে করা হচ্ছে নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে। লালবাজার সূত্রের খবর, শহরের সব বড় মোড়েই ট্র্যাফিক সিগন্যাল পথচারীদের জন্য ১০-১৫ সেকেন্ড খোলা থাকে। অনেকেই ওই সময়ের মধ্যে রাস্তা পেরোতে পারেননা। যার ফলে মাঝ রাস্তায় আটকে পড়তে হয়। ফলে দুর্ঘটনার আশঙ্কা কয়েকগুণ বেড়ে যায়। যার জন্য রেফিউজ আইল্যান্ড তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। এই আইল্যান্ড তৈরির ফলে সিগন্যাল শুরু হয় গেলেও পথচারীরা সেখানে দাঁড়াতে পারবেন। এর ফলে পথচারীদের অনেক সুবিধা হবে। দুর্ঘটনাও এড়ানো যাবে। কিছুদিন আগেই এক মাঝ বয়সি যুবক হঠাৎ দাঁড়িয়ে পড়ে। সিগন্যাল শুরু হয়ে যায়। তা দেখে ট্রাফিক পুলিশ কর্মীরা এগিয়ে আসে তাকে উদ্ধারের জন্য। ঘটনাটি ঘটেছিল দক্ষিণ কলকাতার এক গুরুত্বপূর্ণ মোড়ে। রেফিউজ আইল্যান্ড তৈরির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।