দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে প্রবল আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, নবান্নে (Nabanna) রামহাটের নিহতদের একজনকে প্রতিশ্রুতি মতো চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। এরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। বলেন, উত্তরপ্রদেশের জয়ের পরে বিজেপি-র (BJP) রিটার্ন গিফ্ট হিসেবে সব জিনিসের দাম বাড়িয়েছে। রোজ পেট্রোপণ্যের দাম বাড়ছে, কেন্দ্র তোয়াক্কা করছে না বলে অভিযোগ করেন মমতা। এই মূল্য বৃদ্ধি রুখতে সব রাজনৈতিক দলকে ডেকে কেন্দ্রের বৈঠক করা উচিত বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন – পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারকে তোপ তৃণমূল কংগ্রেসের
মমতা বলেন, তাঁর আমলে রাজ্যে কোনও জিনিয়ের মূল্য বৃদ্ধি করেনি রাজ্য সরকার। শুধু দুধের দাম, কৃষকদের সুবিধার্থে কিছুটা বাড়ানো হয়েছে। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার পেট্রোপণ্যে থেকে শুরু করে সব জিনিসের দাম বাড়িয়েছে। শ্রীলঙ্কার প্রসঙ্গ টেনে দেশের রাজনৈতিক আর্থিক অবস্থা সংকটজনক বলে উল্লেখ করেন তিনি। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, পিএফের (PF) সুদ কমানো-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।
এর পাশাপাশি, বিজেপি-সিপিএম-কংগ্রেসকে একসারিতে বসিয়ে তোপ দেগেছেন মমতা। আগে তিনি এই তিনি বিরোধীকে ‘জগাই-মাধাই-গদাই’ বলে কটাক্ষ করেছেন। এবার সেই আক্রমণের সুর চড়িয়ে মমতা বলেন, “বিজেপি (BJP) তো বোকা। সিপিআইএম (CPIM) দেয় ধোঁকা। আর কংগ্রেস (Congress) ওদের পোকা।”
মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) আভিযোগ, বিরোধীদের আক্রমণের নিশানায় শুধুই তিনি। “খালি মমতার শাড়িতে কালি ছেটানোর পরিকল্পনা! কিন্তু মনে রাখবেন আমার শাড়িতে কালি ছেটালে আমিও কিন্তু মোবিল ঢালতে জানি। নিজেরা মেরে, মৃতদেহ নিয়ে নবান্ন অভিযানের পরিকল্পনা বন্ধ করুন। খালি কুৎসা আর ষড়যন্ত্র।”