আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিগ্রহের ঘটনা নিয়ে এবার প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। সোমবার, নবান্নে (Nabanna) সাংবাদিকরা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, যা ঘটেছে সেটা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। এই ঘটনার কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুত গ্রেফতার হয়েছে অভিযুক্ত। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই মর্মে বলেন, অলিয়াতে অনেকেই খুব ভালো ভাবে লেখাপড়া করেন। তবে, কারও কোনও অভিযোগ থাকতেই পারে। তবুও যে কটু-খারাপ কথা বলেছে, তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বিশ্বভারতীর উপচার্য যা করছেন, তাতে তাঁকে গ্রেফতার করা হচ্ছে না কেন?
আরও পড়ুন-ছাত্র নিগ্রহের ঘটনায় কড়া মনোভাব মিশন কর্তৃপক্ষের
এই নিয়ে অভিযোগ, ইচ্ছে মতো বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন বিশ্বভারতীর উপাচার্য। তাঁর বিরুদ্ধে বিশ্বভারতীতে গৈরিকীকরণের চেষ্টার অভিযোগ তোলে অবিজেপি দলগুলি। দফায় দফায় বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ তোলেন বর্তমান পড়ুয়া থেকে প্রাক্তন আশ্রমিকরা।
বিশ্বভারতীতে উপচার্য যা করছেন, তার বিরুদ্ধে সরব হয়েছে মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সেখানে কতজনকে গ্রেফতার করা হয়েছে! বাংলাকে বদনাম করতেই যে সব বিষয়ে সরকার ব্যবস্থা নিচ্ছে, তা নিয়েও বিরোধিতা করা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা।