মুম্বই, ৪ এপ্রিল : কোভিড পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে। আইপিএল প্লে-অফ তাই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে চায় বিসিসিআই। কবে কোথায় প্লে-অফের ম্যাচ হবে, সেটা আগামী সপ্তাহে ঠিক হতে পারে। তবে একটা সিদ্ধান্ত কার্যত হয়েই গিয়েছে যে, আইপিএল ফাইনাল হবে আমেদাবাদে।
আরও পড়ুন-রোনাল্ডোর ব্রেন স্ক্যান করে দেখতে চান বিরাট
কোভিড পরিস্থিতিতে প্লেয়ারদের এই শহর-ওই শহর এড়াতে আইপিএলের গ্রুপ স্তরের সব ম্যাচ এবার মহারাষ্ট্রে করা হয়েছে। খেলা হচ্ছে মুম্বইয়ের তিনটি স্টেডিয়াম ওয়াংখেড়ে, ব্রেবোর্ন ও ডি ওয়াই পাতিল এবং পুণের এমসিএ স্টেডিয়ামে। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বিসিসিআই ইতিমধ্যেই প্লে-অফের ভেনু বেছে নিয়েছে। তবে আগামী সপ্তাহের মিটিংয়ের আগে তা চূডান্ত সিদ্ধান্ত হবে না। এছাড়া এবার বায়ো-বাবলের মধ্যে বা বায়ো-বাবলে প্রবেশের আগে যে কোনও কোভিড কেস হয়নি, সেটাকেও খুব পজিটিভ লক্ষণ হিসাবে দেখছেন বোর্ড কর্তারা। কোভিড-কালে বিমান সফর বেশ ঝুঁকির ছিল বায়ো-বাবলে থাকা ক্রিকেটারদের জন্য। কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় প্লে-অফ ছড়িয়ে দেওয়ার কথা উঠেছে।
আরও পড়ুন-এক নম্বরে উঠে এলেন সুইয়াটেক
সূত্রের খবর, এখনও পর্যন্ত ঠিক আছে ২৯ মে আইপিএল ফাইনাল হবে আমেদাবাদে। দুটি কোয়ালিফায়ারও হতে পারে সেখানেই। এছাড়া এলিমিনেটর ও কোয়ালিফায়ার ১-এর ভেনু হিসাবে দৌড়ে আছে লখনউ ও কলকাতা। লখনউ এবারই প্রথম দল নামিয়েছে। দৌড়ে তারাই আপাতত এগিয়ে। ২৩-২৪ মে রাখা হয়েছে মেয়েদের চ্যালেঞ্জার ট্রফির জন্য। কোয়ালিফায়ার ১ হবে ২৪ মে, এলিমিনেটর হতে পারে ২৫ মে। আর কোয়ালিফায়ার ২ হতে পারে ২৭ মে।
২৫ শতাংশ দর্শক দিয়ে আইপিএল শুরু করার পর সোমবার থেকে সেটা বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছে। আমেদাবাদের ফাইনালে বিশাল স্টেডিয়ামে সেটা ৭৫ শতাংশে নিয়ে যেতে চাইছে বিসিসিআই।